রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত, হাসপাতালের ভর্তি

গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও স্বেচ্ছাসেবক লীগ এর নগরের ওয়ার্ড সভাপতি প্রার্থী মাসুম মিয়া আদাবৈ এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন। তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী মাসুমা আক্তার সুমি বাদী হয়ে ছোট দেওরা এলাকার রকিবুল হাসান শাহীনসহ ছয়জনের নামে সদর মেট্রো থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহত মাসুম মিয়া জানান, এলাকার একটি কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে কমপক্ষে ১০টি মামলার আসামি ব্ল্যাক শাহিনের নেতৃত্বে তার উপর হামলা করে জখম করা হয়। লোকজন জড়ো হয়ে গেলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এটিকে অভিযুক্ত শাহীন জানান, তিনি হামলা করেননি বরং রাজনৈতিক শিকার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ