শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের মামলায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ির একটি কক্ষ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া শরীফ হোসেন উপজেলার নান্দিয়াসাঙ্গুন গ্রামের মাইজ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে আজ শনিবার সকালে শ্রীপুর থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে পুলিশ। এসময় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিকের উপস্থিতে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুন এলাকায় শরীফ হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে শরীফকে আটক করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা আরেকজন দৌড়ে পালিয়ে যান। শরীফকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া শরীফ হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ