বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে সড়ক দুর্ঘটনা চারজন নিহত

গাজীপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক ভোগড়া বাইপাস এলাকা থেকে চান্দনা চৌরাস্তা গামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ওই অটোরিকশার ধাক্কা লাগে। একপর্যায়ে অটোরিকশাটি ট্রাক ও কভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। অটোরিকশার তিনজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এস আই দুলাল চন্দ্র জানান, নিহত চারজনের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ