রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

​গাজীপুরে শিশুকন্যা ধর্ষণের শিকার

গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় ১০ বছর বয়সীএক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর)বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

​ভুক্তভোগী শিশুটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রাগববাড়িয়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে কোনাবাড়ী আমবাগ এলাকার একটি ভাড়া বাসায় মা বাবার সাথে বসবাস করে।
​অভিযুক্ত রাজশাহীর মোহনপুর থানার বেলনা গ্রামের জালাল মিয়া (৬০) দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গেই একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

​স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, অভিযুক্ত জালাল মিয়া শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।​পাশের রুমের এক প্রতিবেশী মাসুদ জানান, তিনি কাজ শেষে বাসায় ফিরে এসে লোকজনের ভিড় দেখে এগিয়ে যান এবং ঘটনাটি জানতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেন।
​খবর পেয়ে রাত সাড়ে ১২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জালাল মিয়াকে থানায় নিয়ে যায়।

এ ঘটনা সম্পর্কে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহাম্মেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছি। ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করেছেন আমরা মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত আসামীকে কোর্টে প্রেরণ করেছি।​

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ