রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুরে ১০ দফা দাবিতে একটি সিরামিক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাদের ছাত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রোববার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা তাদের বেতন ভাতা বাড়ানোসহ ১০ দফার দাবিতে বিক্ষোভ করতে থাকে। ৭টা থেকে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। তাদেরকে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকরা জানায়, দীর্ঘ সাত মাসের চুক্তি (অ্যাগ্রিমেন্ট) অনুযায়ী বেতন-ভাতা বকেয়া পড়েছে। কারখানা কর্তৃপক্ষ আজ নয়, কাল- এমন করে আমাদের শ্রমিকদের ঘুরাচ্ছেন। কারখানা কর্তৃপক্ষ কেন আমাদের ন্যায্য পাওনা পরিশোধ করছে না? বাধ্য হয়ে কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমেছি। দাবি আদায় করে ফিরব।

শিল্প পুলিশের পুলিশ সুপার আল মামুন সরদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ, শিল্প পুলিশের বহুসংখ্যক সদস্য এসে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের সরাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

প্রায় আড়াই ঘন্টা পর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ