বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে ব্যাবসায়ী হত্যার রহস্য উদঘাটন ,আসামী গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর থানাধীন তেতুইবাড়ি এলাকায় গত ২১ আগষ্ট রাত সোয়া ২টায় কলা ব্যাবসায়ী ফিরোজকে হত্যা করে ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ওই ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উদঘাটন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার করেছে চারজনকে। গ্রেফতারকৃতরা হলো- মহসিন মিয়া, রবিউল ইসলাম রুবেল, আলামিন মিয়া ও মোঃ মেঘলা ওরফে সোহাগ। তাদের বাড়ি ঢাকা জেলার বিভিন্ন এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান বুধবার দুপুরে ব্রিফিং করে জানান, কলা ব্যাবসায়ী ফিরোজ মিয়া গত ২০আগষ্ট টাঙ্গাইল জেলার সখিপুর থানার কুতুবপুর বাজার থেকে কলা নিয়ে পিকআপ ভ্যান যোগে ঢাকার একটি আরতে নামিয়ে দিয়ে ফেরার পথে ২১ আগষ্ট রাতে কাশিমপুর থানার শ্রীপুর এলাকায় এসে গাড়িটি পরিস্কার করছিলেন।

এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নিজ গাড়িতে তুলে নেয় এবং অপর এক ছিনতাইকারি পিকাপটি চালিয়ে যায়। আসামীরা তার সাথে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করে। পরে ছিনতাইকারীরা পিক আপভ্যানসহ ফিরোজ মিয়ার লাশ কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। ওই দিনই পুলিশ মহসিন মিয় ও রবিউল ইসলাম রুবেলকে আটক করে।

তাদের দেয়া তথ্যমতে গত ২২ আগষ্ট আলামিন ও মেঘলাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি ছুইচ গিয়ার, একটি চাপতি ও ছিনতাইকৃত দুই হাজার টাকা উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ