গাজীপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির এবারের নির্বাচনী প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঐতিহাসিক শালনা হাবিবুল্লাহ ময়দানে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সভায় এই আসনের সাবেক এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে প্রার্থী মঞ্জুরুল করিম রনি তার বাবার অতীতের নানা উন্নয়ন কর্মকাণ্ড উল্লেখ করে বলেন, বাবার মতোই এলাকার উন্নয়ন ও জনসভা করতে চান তিনি।
মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরদার বলেন, ৯১ সালে নির্বাচনে এই এলাকার জনগণ মান্নানকে ভালবেসে দেশের সর্বোচ্চ ভোটে বিজয়ী করেছিলেন। আমরাও তার ছেলে রনিকে দেশের সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে চাই। জনসভায় অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের পরিচালনায় বিএনপি নেতা মোঃ নাজিম উদ্দিন চেয়ারম্যান, অ্যাডভোকেট ডঃ শহিদুজ্জামান, আহাম্মদ আলী রুশদি, আকম মোফাজ্জল হোসেন, এমদাদ হোসেন খান, অ্যাডভোকেট সুলতান উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, আরিফ হোসেন হাওলাদার, আনোয়ারা বেগম, জয়নাল আবেদীন তালুকদার সরকার জাবেদ আহমদ সুমন, যুবদল নেতা সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, ছাত্রদল নেতা রোহানুজ্জামান শুকুর, কৃষকদল নেতা আতাউর রহমান সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। জনসভা শুরু হওয়ার আগে দুপুর থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে মিছিল করে দলে দলে নেতা কর্মীরা ওই মাঠে জড়ো হন।







