গাজীপুরের সালনায় রাজশাহী থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে । এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো . হানিফ আলী।
তিনি বলেন, ঢাকা রাজশাহী রেলরুটের সালনা এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের শেষের একটি বগি লাইনচ্যুত হয়। পরে শেষের বগিটি ঘটনাস্থলে রেখে বাকি বাড়িগুলো নিয়ে ট্রেনটি ঢাকার দিকে চলে আসে। তবে একটা বগি লাইনচ্যুত হয়ে থাকায় উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়। তবে পিছনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে পদ্মা এক্সপ্রেস ট্রেন। রাতেই ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন তিনি।