বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৩০

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে শিশুসহ অন্তত ৩০ জন অগ্নিদগ্ধ হয়েছে। এদের মধ্যে ১০জনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়েছর।

এলাকাবাসী জানায়, আজ বুধবার বিকেলে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলির চালা এলাকায় শফিকুল ইসলাম খানের কলোনি বাসায় পুরানো সিলিন্ডার সরিয়ে নতুন সিলিন্ডার লাগানোর সময়ে অন্য চুলা থেকে আগুন ধরে যায়। এ সময় পাশে থাকা শিশুসহ অন্তত ৩০ জন অগ্নিদগ্ধ হয়। ওই সিলিন্ডারটি ছুড়ে ফেললে পাশে মাটির চুলায় রান্না অবস্থায় কয়েকজন এবং চলাচলের সময় কয়েকজন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে প্রথমে আশপাশের হাসপাতালে নেয়া হয়। পরে তাদের মধ্য থেকে অন্তত ১০ জনকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে।

মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ইফতারের আগ মুহূর্তে এ ঘটনাটি শুনে তিনি খোঁজখবর নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ