শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে ভূমি কর্মকর্তাদের অনিয়মের প্রতিবাদে আন্দোলন

গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে এবং অবৈধ জোত বাতিল, প্রতিকার ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুরের কাশিমপুরের ৪৮ টি পরিবারের বিভিন্ন বয়সী নারী পুরুষগণ কাফনের কাপড় পরে এসব কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে অভিযুক্ত বানু বেগম, মুঞ্জুরুল হোসেন, ইসমাইল মিয়া, এসহাক মিয়া, উর্মি আক্তার, ইলা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

অভিযুক্তরা বলেন, ভুক্তভোগী বানু বেগমসহ গোবিন্দ বাড়ি মৌজার জমির মালিকদের নানা অজুহাতে নামজারি না দিয়ে অন্যদের দেয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয় ভূমিকার কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগকারী ও তাদের শরীক পরিবারের লোকজন অনিয়মের এসব বিষয়গুলি খতিয়ে দেখে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন। অনিয়মকারীদের বিচার দাবি করেছেন।

স্মারকলিপি জমা দেয়ার পর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কায়সার খসরু তাদেরকে ন্যায় বিচারের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ