রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী ও এক পোশাক কর্মী নিহত

গাজীপুর সিটি কর্পোরেশনের বাংলাবাজার ও শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী ও এক পোশাক কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ি থানার মন্ডালিয়া পাড়া গ্রামের বিলকিস আক্তার ও গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর গ্রামের নিলয় সরকার। তিনি নগরের পূবাইলের ম্যাটসের ১ম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, বিলকিস আক্তার স্থানীয় ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। রোববার সকালে কারখানায় যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিলকিস।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, সকাল পৌনে ৮ টার দিকে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের সামনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি বাস বিলকিস আক্তারকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, সদর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, সকাল ৭ টার দিকে বাজার থেকে মোটর সাইকেল নিয়ে রাজেন্দ্রপুর বাজারে যাচ্ছিলেন নিলয়। পথে একটি অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিলয় সরকার নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ