রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে একুশের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায়।

এ সময় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, মেট্রোপলিটন ও জেলা পুলিশ, জেলা পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে জেলা শহর ও গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোমলমতি শিক্ষার্থীরা লাইন ধরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

অন্যদিকে, একুশের প্রথম প্রহরে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর নেতৃত্বে পরিচালকবৃন্দ, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইনস্টিটিউটের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
টরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও প্রভাতফেরি শেষে আলোচনা সভা হয়।

এতে বারি’র এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, বারি বিজ্ঞানী সমিতি (বারিসা), বারি কর্মচারী কল্যাণ সমিতি (বারিকা) এবং বারি শ্রমিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ