শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে আগুন পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের কলোনিতে আগুন লেগে পুড়ে গেছে অর্ধশতাধিক বসতি ঘর। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় আগুন লাগার খবর পেয়ে শুক্রবার দুপুর সোয়া একটায় কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুনে কলোনির চারটি গলির অর্ধশতাধিক টিনশেডের ঘর পুড়ে গেছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।

কলোনির বাসিন্দারা জানান, স্থানীয়দের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সারোয়ার হোসেন ও আবু সুফিয়ানসহ কয়েকজন ঘর তুলে তা গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার লোকজনের কাছে ঘর ভাড়া দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ