গাজীপুরের কালিয়াকৈরে খাড়াজোরা এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি ঝুট গোডাউনের মালামাল। এক ঘন্টার চেষ্টায় সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বূধবার বিকেল সাড়ে ৫ টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঝুটের একটি গোডাউনে আগুনের সুত্রপাত হয়। পরে তা মুহূর্তে ও পাশের আরেকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এক ঘন্টার চেষ্টায় সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান,
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।