বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরের কালিয়াকৈরে দুই সহোদরের হাতে বন্ধু খুন

ফাইল ফটো।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর দশতলা ভবনের ছাদ থেকে ফেলে বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাব্বির হোসেন (২০) উপজেলার আন্ধার মানিক গ্রামের লিটন মিয়ার ছেলে। অভিযুক্ত দুই সহোদর হলেন রাকিব ও সাকিব, আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (৯সেপ্টেম্বর) রাতে কাছাকাছি বয়সের রাকিব ও সাকিব নিহত সাব্বিরকে নিয়ে তাদের বাসার ছাদে ওঠে। তাদের সঙ্গে থাকা আরো দুজনকে মুড়ি ও দিয়াশলাই আনতে নীচে পাঠায়। কিছুক্ষণ পরে ওই ভবনের নিচে থেকে সাব্বিরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ছাদে রক্তমাখা ধারালো অস্ত্র চাপাতি পাওয়া যায়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাছিম জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মোবাইল ফোন, চাপাতি এবং অন্যান্য আলামত উদ্ধার করেছে। অভিযুক্ত রাকিব ও সাকিব ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ