শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজার বাসিন্দাদের সরিয়ে নেয়ার বিষয়টি ‘প্রত্যাখ্যান’ করেছে কাতার ও সৌদি আরব

গাজার বাসিন্দাদের সরিয়ে নেয়ার বিষয়টি ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে কাতার ও সৌদি আরব
গাজার ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার বিষয়টি সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব ও কাতার।

কাতারের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ‘গাজায় অবরোধ প্রত্যাহার ও ফিলিস্তিনি নাগরিকদের আন্তর্জাতিক ও মানবাধিকার আইন অনুযায়ী পূর্ণ নিরাপত্তা’ প্রদানের আহ্বান জানানো হয়।

একই ধরণের বিবৃতি দেয়া হয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্শ এক্সে।

তারা গাজার বাসিন্দাদের জন্য ত্রাণ ও চিকিৎসা সেবা সরবরাহের আহ্বান জানিয়েছে। তাদের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে: “তাদের (গাজার বাসিন্দাদের) নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী।”

গাজার ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার বিষয়টি সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব ও কাতার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ