রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আমির হামজা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২০ জুন) সকাল দশটার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কৃষক ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সোনা মিয়া জানান, কৃষক আমির হামজা বাড়ির পার্শ্ববর্তী জমিতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা ঘটনাস্থল ওই কৃষকের মরদেহ উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে আসেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃত কৃষকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

নিউজফ্ল্যাশ/ এস/এ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ