সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গভীররাতে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাবি শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সাত কলেজের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দিতে থাকেন। ওদিকে ঢাবির হল থেকে সহস্রাধিক শিক্ষার্থী জমায়েত হয়ে পাল্টা অবস্থান নেন। এতে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দিলে সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে দুই পক্ষের মাঝে অবস্থান নেয়। এ অবস্থায় দফায় দফায় চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। রাত একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়। ওদিকে শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে তোপের মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ।

রাত পৌনে দুইটায় এ রিপোর্ট লেখার সময় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।
ওদিকে দিনের ঘটনায় সাত কলেজের শিক্ষর্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন ঢাবি’র প্রো ভিসি ড. মামুন আহমেদ। ফেসবুক বার্তায় শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ