শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আজ

সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে রোববার নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক বসতে পারে। বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব; এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে গত ১৫ নভেম্বর এ কমিটি বৈঠক হয়।

চলমান আন্দোলনে গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে শিশুসহ অন্তত ২০৩ জন নিহত হয়েছেন। শুক্রবার হবিগঞ্জ ও খুলনায় সহিংসতায় এক পুলিশ কনস্টেবলসহ আরও দুইজন নিহত হয়েছেন। শনিবার চট্টগ্রাম ও গাজীপুরে নিহত হয়েছেন আরও অন্তত দুজন।

সরকার গত ১৯ জুলাই মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ জারি করে এবং পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ