শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন

রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স-মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, রাত সাড়ে ৭টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দোতলা একটি স-মিলে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট যায়। পরে আরো একটি ইউনিট পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে রাস্তায় আরো একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে জানা যায়, আগুন লাগা স-মিলের পাশেই কয়েকটি যানবাহন মেরামতের গ্যারেজ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ