বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হতে সপ্তাহখানেক লাগবে

রাজধানীতে মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ লাখের বেশি গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র মতে যন্ত্রপাতি সরানোর অনুমতি না দিলে সমস্যাটি সমাধান হতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে।

শুক্রবার (২৭ অক্টোবর) সময় সংবাদের সঙ্গে কথা বলেন আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক।

তিনি বলেন, খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যান্ডউইথ সরবরাহ প্রায় ৪০ শতাংশ কমেছে। তবে রাজধানীতে আইএসপিগুলো ব্যান্ডউইথ শেয়ার করে সেবা দিচ্ছে। ফলে ব্যাংকিং সেবা এমনকি সাধারণ গ্রাহক সেবায় তেমন প্রভাব পড়েনি। কিন্তু প্রান্তিক অঞ্চলের গ্রাহক ভোগান্তি চরমে।

আইএসপিএবি’র সভাপতি আরও বলেন, আজকের মধ্যে খাজা টাওয়ার থেকে যন্ত্রপাতি সরানোর অনুমতি না দিলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পুরোপুরি সচল হতে এক সপ্তাহ সময় লাগতে পারে।

এদিকে, প্রযুক্তিবিদরা বলছেন, রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার একটি পূর্ণাঙ্গ টেলিকম হাব। রয়েছে অসংখ্য ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মোবাইল কোম্পানির ডাটা সেন্টার। এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয় দেশের ৭০ শতাংশ প্রযুক্তি সার্ভার। ৯০-এর দশকে নির্মিত এ ভবনে একসঙ্গে এতো সংখ্যক প্রযুক্তি প্রতিষ্ঠান কাজ করার ক্ষেত্রে ভবনের যে সক্ষমতা দরকার, তা নেই।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলের অগ্নিকাণ্ডে অন্তত ৫শ ইন্টারনেট প্রোভাইডার, দেশীয় কয়েকটি মোবাইল কোম্পানির নেটওয়ার্ক, এমনকি গুগল ও ফেসবুকের মতো বিদেশি প্রতিষ্ঠানের দেশীয় কার্যক্রম ব্যাহত হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ