পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। এছাড়া তিনি পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। রাজনীতির অলিগলি যে তার ভালোই চেনা, তা নিয়ে কারও সন্দেহ থাকার কথা নয়। সম্প্রতি তার এক সিদ্ধান্ত সরল মনে মেনে নিয়ে কিছুটা বিপদে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এমনটা মনে করছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট কেউ কেউ।
আলোচিত সেই সিদ্ধান্ত হচ্ছে, এসিসির বার্ষিক সাধারণ সভা ঢাকায় আয়োজন। তার চাওয়াতেই এই সিদ্ধান্তে সম্মতি দেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু এই সভা নিয়ে ভালোই সমস্যা দেখা দিয়েছে। ঢাকায় অনুষ্ঠিতব্য সভা বয়কটের ডাক দিয়েছে ভারত। তাতে শ্রীলংকা, আফগানিস্তান, ওমানের মতো দেশগুলোও ভারতের আচলের তলে আশ্রয় নিয়েছে বলে শোনা যাচ্ছে।
এদিকে পরিচালকদের সঙ্গে আলোচনা না করে ঢাকায় এসিসির সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে দেশের ক্রিকেটকে কি বিপদের মুখে ঠেলে দিলেন বুলবুল, তা নিয়ে কানাঘুষা চলছে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে।
বিসিবির এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা না করে মহসিন ঢাকায় এজিএমের ভেন্যু ঠিক করেন। বিশ্ব ক্রিকেটের মোট রাজস্বের সিংহভাগ আসে ভারতের বিজ্ঞাপন থেকে। ভারত ছাড়া এশিয়া কাপ চিন্তাও করা যায় না। তারা খেলতে রাজি না হলে টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হবে না। সেখানে ভারতের সঙ্গে শ্রীলংকা এবং আফগানিস্তান জোট বেঁধেছে। এই পরিস্থিতিতে ২০২৫ সালে এশিয়া কাপও ঝুঁকির মুখে।
বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘কাউকে কিছু না জানিয়ে এসিসির এজিএম ঢাকায় নেওয়া ঠিক হয়নি। দেশের ক্রিকেটের বিরাট ক্ষতি হয়ে গেল। সম্ভবত ভারত আগামী দুই বছর খেলতে আসবে না। বিসিবি তো আর্থিক ক্ষতির মুখে পড়বে।’
প্রসঙ্গত, এসিসির সদস্য সংখ্যা ২৭ হলেও আইসিসির পাঁচ পূর্ণ সদস্য দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানই এই এ্যাসোসিয়েশনে প্রভাব বিস্তার করে। তাই প্রভাবশালী পাঁচ দেশের তিনটি সভা বয়কট করলে এর কার্যকারিতা শূন্যের কোঠায় নেমে আসবে। এশিয়া কাপ না হলে বাংলাদেশ ১০ লাখ ডলার বা ১২ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে। যেটাকে বড় ক্ষতি হিসেবে দেখছেন বিসিবি কর্মকর্তারা।