বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

’কৃষকের কৃষি কাজের স্বার্থে সকল স্লুইজগেট, খাল, জলাশয়, নদী উম্মুক্ত থাকবে’

’কৃষকের কৃষি কাজের স্বার্থে সকল স্লুইজগেট, খাল, জলাশয়, নদী উম্মুক্ত থাকবে। যাতে কৃষকরা বছরের সবসময় কৃষি কাজে তাদের প্রয়োজন মত এর ব্যবহার করতে পারে। যদি কেউ কৃষকের চাষাবাদে বিঘ্ন সৃষ্টি করে ব্যক্তি স্বার্থে স্লুইজগেট, খাল, জলাশয়, নদী দখল করে আপনারা তাদের সম্পর্কে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানান। আমার দলের কোন নেতা-কর্মী এর সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নেয়া হবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেসী ক্ষমতা প্রয়োগ করে উপজেলা প্রশাসন কৃষকের স্বার্থ রক্ষা করবে।’

-জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ’র সঞ্চালনায় ও ইউএনও শংকর চন্দ্র
বৈদ্য’র সভাপতিত্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, ’প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের ১ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। কৃষকের স্বার্থ রক্ষায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও স্লুইজগেট, খাল, জলাশয়, নদী দখলকারীদের বিরুদ্ধে আওয়ামীলীগ ও স্থানীয় প্রশাসন অ্যাকশন নিতে শুরু
করেছে। যা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।’

স্থানীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি মো: জসিম প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শাহআলম হাওলাদার ও বামচিং চন্দ্র বৈরাগি।

উপজেলা কৃষি অফিসার এ আর এম সাইফুল্লাহ জানান, ’৩৯৫০জন কৃষদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরন করা হয়েছে। আমরা কৃষিতে প্রনোদনা ও ভর্তুকির পাশাপাশি কৃষক সমাবেশ, সভা, সেমিনার করে বেকার যুবকদের কৃষি কাজে আগ্রহী করছি। সরকারের ঘোষনা অনুযায়ী পতিত ও অনাবাদী সকল জমি কৃষির আওতায় নিয়ে আসতে কাজ করছি। যাতে ১ ইঞ্চি জমিও অনাবাদী না থাকে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ