শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়াকাটায় প্রবল বর্ষণেও পর্যটকের ভিড়, সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের সাথে নাচানাচি

একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়, সূর্যাস্ত দর্শনে সমৃদ্ধ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাপ্তাহিক ছুটির দিনে চোখে পড়ার মতো পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজারো পর্যটক সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের সাথে নাচানাচি ও ডুব সাঁতারে মেতেছে।

ঢাকা থেকে আসা পর্যটক নয়নিকা আহমেদ বলেন, বৃষ্টিতে ভিজে সমুদ্রের বিক্ষুব্ধতায় ডুব সাঁতারে মেতে উঠতে অসাধারণ লেগেছে। প্রিয়জনের হাতে হাত রেখে নিরবে নিভৃতে সৈকতে হেঁটে চলায় এক অন্যরকম অনুভুতি।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক ফারহানা আক্তার বলেন, কক্সবাজার অনেকবার গিয়েছি,কুয়াকাটায় আসা হয়নি, তাই বর্ষার ঢেউয়ের মজা নেওয়ার জন্যই আসা। এখানে এসে দেখি ভালোই পর্যটক। সৈকতে অনেক ভিড় থাকলেও সবার মধ্যে আনন্দ-উৎসবের আমেজটা আলাদা।

সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী মহিবুল্লাহ বলেন, কয়েকদিন বৈরী আবহাওয়ায় পর্যটক শূন্য ছিলো কুয়াকাটা। আজ সাপ্তাহিক ছুটি উপলক্ষে বেশ ভালোই পর্যটকদের ভিড় আছে। বেচা-কেনাও ভালো, আলহামদুলিল্লাহ।

হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী জানান, বীচ লাগোয়া হোটেলগুলোতে শতভাগ বুকিং হলেও পর্যটন শহরের ভেতরের হোটেল-মোটেলে ৫০ থেকে ৬০ শতাংশ বুকিং রয়েছে। ছুটির দিনে পর্যটকদের ভিড় থাকায় পর্যটন ব্যবসায় প্রাণ ফিরে পাচ্ছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সৈকতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপদে ঢেউ উপভোগে পর্যটকদের সতর্ক থাকতে হ্যান্ড মাইক দিয়ে বারবার অনুরোধ করা হচ্ছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, বর্ষা মৌসুমে সমুদ্রে সৈকতে যে বিশাল ঢেউ আছড়ে পড়ে, তা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। ছুটির দিনে সেই ঢেউয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছে বেশ পর্যটক। পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা পৌরসভা, ট্যুরিস্ট পুলিশ,মহিপুর থানা পুলিশ সহ কলাপাড়া উপজেলা প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ