বুধবার, ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়াকাটায় এক পিস ইলিশ বিক্রি ৯ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়লো ২ কেজি ২০০ গ্রাম ওজনের এক ইলিশ।মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার ৮০০ টাকায়।

বুধবার (১ লা অক্টোবর) সকাল৭ ঘটিকায় আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিসে মাছটি নিয়ে আসলে ৪ হাজার টাকা কেজি দরে ৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী পি এম মুসা। এসময় মাছটিকে দেখতে ভিড় করে উৎসুক জনতা।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর এফ বি আশরাফুল ট্রলারে মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে গেলে অন্যান্য মাছের সাথে বড় ইলিশ ধরা পড়ে, যা চড়া মূল্যে বিক্রি ।

জেলে ছোবাহান বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সাথে এ বড় ইলিশটি ধরা পড়ে। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি ভাল দামে বিক্রি হয়েছে, অবরোধের আগ মূহুর্তে এমন মাছ পেয়ে আমি খুশি।

জমজম ফিসের স্বত্বাধিকারী সাঈদুল ইসলাম বলেন, বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না।বড় ইলিশ পেলে জেলেরা যেমন লাভবান হয় পাশাপাশি আমরা ব্যবসায়ীরাও ভাল দামে মাছগুলো বিক্রি করতে পারি।

মাছটি কিনে নেওয়া ক্রেতা পি এম মুসা বলেন, দীর্ঘদিন ধরেই আমি মাছের ব্যবসা করি। সম্পূর্ণ বাজার খুজে বড় সাইজের এই একটি ইলিশই পেযেছি। মাছটি ঠাকুরগাঁওয়ে পাঠাবো আশা করছি ভাল একটা দামে বিক্রি করতে পারব।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলেদের জালে বড় সাইজের ইলিশ এখন প্রায়ই মিলছে। যেটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ