কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার লক্ষীপুর এলাকার রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের (২২) পরনে কালো রঙের টি-শাট ও প্যান্টসহ ক্যাড্স (জুতা) ছিল। প্রাথমিকভাবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষীপুর এলাকার রেল লাইনের পাশে এক যুবকের (২২) লাশ পড়েছিল। খবর পেয়ে সেখানে গিয়ে স্থানীয় লোকজন লাশের পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু লাশের পরিচয় জানতে পারেনি স্থানীয় লোকজন। পরে এই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। এরপর দুপুরের দিকে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।