শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন

পর্যটন নগরী কুয়াকাটা রাখাইন জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাদুঘরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা যাদুঘরটি ঘুরে দেখেন।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনসার উদ্দিন মোল্লার সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের পুরোহীত উত্তম মহাথের প্রমূখ।

কুয়াকাটার দর্শনীয় স্পট হিসাবে খ্যাত মিশ্রীপাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় রাখাইন যাদুঘরটি প্রতিষ্ঠা করেন মিশ্রীপাড়া সীমা বৌদ্ধবিহারের সভাপতি মি. মংলাচিং রাখাইন।

জাদুঘরের প্রতিষ্ঠাতা মি. মংলাচিং রাখাইন বলেন, আমাদের রাখাইন সম্প্রদায় এখন বিলিনের পথে। তাই আমি রাখাইনদের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখতে যাদুঘর প্রতিষ্ঠার উদ্দোগ নিয়েছি। পর্যটকরা যাদুঘরটি পরিদর্শন করে রাখাইনদের কৃষ্টি, কালচার সম্পর্কে জানতে পারবে।

কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটায় রাখাইন যাদুঘরটি
পর্যটকদের কাছে দর্শনীয় হিসেবে নতুন মাত্রা যুক্ত করবে। রাখাইনদের নিয়ে অনেকের আগ্রহ থাকে জানার, দেখার। আশা করি এই যাদুঘরটিতাদের পূর্ণতা দিবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ