শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুয়াকাটায় ঢাকা সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে ফুলেল শুভেচ্ছা

পর্যটন নগরী কুয়াকাটায় ঢাকা দক্ষিণের সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস কে ফুলেল শুভেচ্ছা জানালেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।

আজ বৃহস্পতিবার (৪মে) বিকেলে ঢাকা দক্ষিণের সিটি মেয়র কুয়াকাটা এলে এমপি মহিব ব্যারিস্টার ফজলে নূর তাপসকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে সিটি মেয়রের আবাসস্থল কুয়াকাটা সিকদার রিসোর্টের অতিথি কক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, এসিল্যান্ড মোঃ আবু বক্কর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের, কলাপাড়া মহিলা আওয়ামী লীগের সদস্য সালমা কবির প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে সিটি মেয়র তার পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা পর্যটন নগরীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। এবং শেষ বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের মনোলোভা দৃশ্য উপভোগ করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। আগামী শনিবার কুয়াকাটা থেকে বরিশাল হয়ে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ