জেলার কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও দাখিল মাদরাসার প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। সভার আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল করিম, কিশোরগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মঈনুর রহমান মনির, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, কিশোরগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) ওয়াবদুল্লাহ খান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি আমিনুল হক সাদী, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) প্রতিনিধি মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।
এই বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইলফোন আসক্তি থেকে মুক্ত থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর তাই ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর রাখতে শিক্ষক ও অভিভাবক সবাইকে সতর্ক ও সচেতন থেকে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন এই বিষয়ে নিয়মিত নজরদারি করবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ইউএনও জানান।