কিশোরগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যানজট মুক্ত রাখতে অনুমোদিত অটোরিকশা ছাড়া পৌরসভার বাইরের ব্যাটারি চালিত ইজিবাইক ও রিকশার প্রবেশ নিষিদ্ধসহ শহরের ১৩টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ পৌরসভার গাইটাল শিক্ষকপল্লী সীমান্ত মসজিদ এলাকায় হোল্ডিং ফলক স্থাপনের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান (যুগ্ম সচিব)।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান বলেন, আমরা কিশোরগঞ্জবাসীকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতে চাই। যানজট কেবল সময়ের অপচয় নয়। এটি নাগরিক জীবনের মানও কমিয়ে দেয়। শহরকে সবার জন্য চলাচলযোগ্য রাখতে সবাইকে নিয়ম মেনে চলতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।










