বৃহস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীকে লাথি মেরে আহত করার অভিযোগে তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে লাথি মেরে আহত করার অভিযোগে অভিযুক্ত ডা. মো. মাহবুবুল আলম মিলনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার বাসিন্দা মো. মহসিন মিয়া (৬৫) হৃদরোগজনিত সমস্যায় চিকিৎসা নিতে হাসপাতালের জরুরী বিভাগে যান। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. মাহবুবুল আলম মিলন হাসপাতালে তাকে ভর্তি না করে শহরের একটি ক্লিনিকে যেতে বলেন। এই নিয়ে কথা বলার এক পর্যায়ে তুমি বলার কারণে ক্ষিপ্ত হয়ে রোগী মহসিন মিয়াকে লাথি মারেন ডা. মো. মাহবুবুল আলম মিলন। এতে রোগী মহসিন মিয়ার বাঁ উরুতে রক্তান্ত জখম হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী রোগী মহসিন মিয়ার ছেলে মো. শোলক মিয়া হাসপাতাল কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার বাসিন্দা মো. মহসিন মিয়া (৬৫) হৃদরোগজনিত সমস্যায় চিকিৎসা নিতে হাসপাতালের জরুরী বিভাগে যান। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. মাহবুবুল আলম মিলন হাসপাতালে তাকে ভর্তি না করে শহরের একটি ক্লিনিকে যেতে বলেন। এই নিয়ে কথা বলার এক পর্যায়ে তুমি বলার কারণে ক্ষিপ্ত হয়ে রোগী মহসিন মিয়াকে লাথি মারেন ডা. মো. মাহবুবুল আলম মিলন। এতে রোগী মহসিন মিয়ার বাঁ উরুতে রক্তান্ত জখম হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী রোগী মহসিন মিয়ার ছেলে মো. শোলক মিয়া হাসপাতাল কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ সেপ্টেম্বর) তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ নূরুজ্জামানকে। সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. আবুল হোসেন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. মোহাম্মদ আবেদুর রহমান ভূঞা। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ