কিশোরগঞ্জে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমতের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যোতির্ময় রায় ও সাধারণ সম্পাদক ওয়ারেস আবদুল্লাহর নেতৃত্বে ভূমি কর্মকর্তারা। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান।
জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এই স্মারকলিপিতে ছয়টি দাবি বাস্তবায়নের জন্য বলা হয়। দাবিগুলো হলো-ভূমি সংক্রান্ত বিরোধে হয়রানিমূলক মামলা থেকে দায়মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি, নিয়োগ বিধি অনুযায়ী বিসিএস নন-ক্যাডার থেকে ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা, ভূমি সহকারী কর্মকর্তা পদকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদকে ১২তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করা। এছাড়া নিয়োগ ও পদোন্নতিতে বিদ্যমান জটিলতা ও দীর্ঘসূত্রতা নিরসন, বেতন নির্ধারণের জটিলতা দূর করে বেতন বৈষম্য নিরসন এবং মাঠপর্যায়ে কাজের ঝুঁকি ও অতিরিক্ত দায়িত্ব বিবেচনায় বিশেষ বা ঝুঁকি ভাতা প্রদান।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যোতির্ময় রায় জানান, দলিলের সঠিকতা যাচাইয়ের আইনগত এখতিয়ার না থাকা সত্ত্বেও ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানিমূলক ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। এইসব হয়রানি থেকে দায়মুক্তি এবং দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা স্মারকলিপি প্রদান করেছেন।









