কিশোরগঞ্জে বিশ্ব নরসুন্দর দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের কালীবাড়ি মন্দির মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ নরসুন্দর এসি সেলুন ব্যবসায়ী সমিতি।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপাল নন্দী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধি মো. তরিকুল ইসলাম রেনু, কিশোরগঞ্জ নরসুন্দর এসি সেলুন ব্যবসায়ী সমিতির সভাপতি রতন চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক স্বপন মালাকার, সাংগঠনিক সম্পাদক রাজন বিশ্বাস, নির্মল বিশ্বাস প্রমুখ।