বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন পালন

কিশোরগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাউল ও শিল্পী সমাজ। মানববন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন মধু, জেলা জাতীয় বাউল সমিতির সভাপতি হারিছ, শানে পাঞ্জাতন মহরম জারি দলের পরিচালক বাউল মান্নান, বাউল কিবরিয়া খোকন, মাসুদুর রহমান মিলন, জেলা যুবদলের সহসভাপতি রকিবুল হাসান ফয়সাল প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন তরফীয়া দরবারের সাজ্জাদনশীন সৈয়দ ইয়াছিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উদীচীর সাধারণ সম্পাদক বাবুল রেজা, বাপা সভানেত্রী অ্যাডভোকেট হামিদা বেগম, মহিলা পরিষদ নেত্রী কামরুন্নাহারসহ আরো অনেকেই।

মানববন্ধন থেকে বক্তারা বাউল আবুল হোসেন সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তাকে দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ