শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেল রুটের কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ কলাপাড়া ফকিরবাড়ী সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত যুবকের নাম ও পরিচয় জানাতে পারেনি কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেল রুটের কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ কলাপাড়া ফকিরবাড়ী সংলগ্ন এলাকায় হেঁটে যাচ্ছিলেন এক যুবক (৪০)। এই সময় ময়মনসিংহ গামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন সেখানে গিয়ে নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ সেখানে গিয়ে যুবকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ