শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাল কলাপাড়ার দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী

ঘূর্নিঝড় রেমাল’র তান্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া উপকূলের দুর্গত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরনের জন্য বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় আসছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমান যোগে তিঁনি কলাপাড়া হ্যালিপ্যাডে অবতরন করবেন। পরে দুপুর ১২:৪০ মিনিটের দিকে তিঁনি সড়ক পথে পৌরশহরের সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ২ হাজার দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন করবেন। ত্রান বিতরন শেষে দুপুর ২টায় পায়রা বন্দরের কনফারেন্স রুমে বরিশাল বিভাগীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে তাঁর মতবিনিময় করার কথা রয়েছে। মতবিনিময় শেষে তিঁনি পায়রা বন্দর থেকে আকাশ পথে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক মো: নুর কুতুবুল আলম।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উপকূলের দুর্গত মানুষের চোখে মুখে এখন খুশীর ঝিলিক। প্রধানমন্ত্রীর কাছে বন্যা দুর্গত উপকূলীয় এলাকার মানুষের একটাই দাবী ’টেক সই বন্যা নিয়ন্ত্রন বাঁধ চাই’। উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় টেক সই বন্যা নিয়ন্ত্রন বাঁধের বিকল্প নেই বলছেন দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ।

প্রধানমন্ত্রীর আগমন সফল করতে মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের উদ্দোগে কলাপাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শহরে মিছিল করেছে যুবলীগ, ছাত্রলীগ।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রীর আগমনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। পুরো শহর নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া হয়েছে। শহরে সিসি ক্যামেরা স্থাপন সহ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে।

প্রসংগত, ঘূর্নিঝড় রেমাল’র তান্ডবে লন্ডভন্ড কলাপাড়া উপকূলে ১০০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। ভেঙ্গে পড়েছে উপকূলের মানুষের জীবন যাত্রা। এতে দু:শ্চিন্তায় পড়েছেন জেলে, কৃষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ