শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কানাডায় অবতরণের সময় উল্টে গেল উড়োজাহাজ

কানাডার টরোন্টো বিমানবন্ধরে অবতরণের সময় একটি ৮০ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে অন্তত ১৮ আরোহী আহত হয়েছেন।

স্থানীয় সময় বিকালে যুক্তরাষ্ট্রের মিনেসোডা থেকে ৭৬ যাত্রী ও ৪ ক্রু নিয়ে ডেল্টা এয়ার লাইনের উড়োজাহাজটি টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে বিমানটি উল্টে গেল তা জানা জায়নি।

বিমানবন্দরের দমকল প্রধান টড আইটকেন বলেন, এটি গুরুত্বপূর্ণ যে আমরা অনুমান নির্ভর কথা না বলি। তবে আমরা যেটা বলতে পারি তা হলো— রানওয়ে শুষ্ক ছিল এবং কোনো ক্রসউইন্ড পরিস্থিতি ছিল না। দুর্ঘটনায় ১৮ জন আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন তিনি।

এর আগে প্যারামেডিক সার্ভিস এএফপিকে জানায়, তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

এঁদের একটি শিশুও রয়েছে। আহদের সকলকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টরোন্টো বিমানবন্দেরর প্রধান নির্বাহী দেবোরা ফ্লিন্ট বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বীরত্বপূর্ণ কাজ করেছেন জরুরি কর্মীরা। এরই মধ্যে অনেক যাত্রী তাঁদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।

টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ