শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে দূর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে যুবলীগ নেতা মো.শামীম খলিফার পুকুরে এ বিষ। প্রয়োগ করা হয়। এতে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোসা. শারমীন আক্তার জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা শত্রুতামূলক ঘটিয়েছে। তিনি বলেন, ‘পুকুরে মাছ চাষ করেও যদি এ ধরনের ক্ষতির শিকার হতে হয়, তাহলে মানুষ কোথায় যাবে।’

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ