মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় কৃষকের সবজি বাজারে ক্রেতাদের ভিড়

পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্য সত্ত্বভোগী ও খাজনা ব্যতীত সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির জন্য স্থাপন করা হয়েছে কৃষক বাজার।

শনিবার ভোরে কলাপাড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আমরা কালাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ বাজারটি বসানো হয়। ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হন এ বাজারে। বর্তমানে ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত হয়ে উঠেছে এ বাজারটি। উৎপাদিত কৃষি পন্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি এবং নায্যমূল্যে কৃষি পণ্য কিনতে পেরে অনেকটা উচ্ছসিত ক্রেতা ও বিক্রেতারা। এ বাজারটি স্থাপন করায় আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন সবাই।

ক্রেতা সাবেক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন বলেন, এ বাজারটি চালু হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা হয়ছে। এ সবজি বাজারটি সবসময় চালু থাক এটা আমরা চাই।

নীলগঞ্জের সবজি বিক্রেতা আ. রহিম বলেন, এ বাজারটি সবসময় চালু থাকলে আমরা ক্রেতাদের টাটকা শাক-সবজি দিতে পারবো, আমরা বিক্রি করেও লাভবান হবো। এবাজারটি স্হাপন করার জন্য আমাদের যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম জানান, জনসাধারণের স্বার্থে এ বাজারটি চালু করা হয়েছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ