মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ৫দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

জাতীয় শিক্ষাক্রম-২০২২ বিস্তরন এর অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় ৫ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে এ প্রশিক্ষন শুরু হয়। ১০টি বিষয়ে ৫২৮ জন প্রশিক্ষনার্থীদের নিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আজিম কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকলেছুর রহমান, জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সহকারী পরিদর্শক মং ফুন ওয়েন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহিম এবং প্রশিক্ষণ পরিচালনাকারী প্রশিক্ষক বৃন্দ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকলেছুর রহমান জানান, জানুয়ারি মাসের ৬,৭,১৩,১৪ এবং ১৫ তারিখ এই পাঁচদিন এই প্রশিক্ষণ চলবে। এতে ৪ উপজেলার ৫শতাধিক শিক্ষক অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ