বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় সরকারী কলেজের অধ্যক্ষ’র দায়িত্ব পেলেন জামায়াতের আমির!

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে অধ্যক্ষ’র দায়িত্ব পেয়েছেন উপজেলা জামায়াতের সাবেক আমির মো: আবদুল খালেক ফারুকী ।

সোমবার সকাল ১০ টার দিকে ওই কলেজের অধ্যক্ষ মোল্লা লিয়াকত আলীর অবসরকালীন বিদায়ী অনুষ্ঠান শেষে নতুুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন খালেক ফারুকী। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন ভারপ্রাপ্ত ইউএনও, সহকারী কমিশনার
(ভূমি) কৌশিক আহমেদ। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের গনিত বিষয়ের প্রভাষক মো: মোজাম্মেল হক জানান, মো: খালেক ফারুকী জ্যেষ্ঠতার ভিত্তিতেই অধ্যক্ষ’র দায়িত্ব পেয়েছেন। তবে তাঁর মেয়াদকাল পাঁচ মাস বলে তিনি উল্লেখ করেন।

এদিকে একই কলেজের অপর এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিঁনি এখনও জামায়াতের রাজনীতিতে সক্রিয়। নাশকতার মামলায় তিঁনি একাধিক বার পুলিশের হাতে আটক হয়ে জেল হাজত খেটেছেন।

ভারপ্রাপ্ত ইউএনও কৌশিক আহমেদ বলেন, ’অধ্যক্ষ মোল্লা লিয়াকত আলীর অবসরকালীন বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। দায়িত্ব হস্তান্তর করার বিষয়ে আমি জানি না।’

এ বিষয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আবদুল খালেক ফারুকী বক্তব্য জানতে তাঁর মুঠো ফোনে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ