পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এনসান গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সকালে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম থেকে এনসান গেদুকে গ্রেফতার করা হয়।
জানা যায় , এনসান গেদু ওই মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসার পর তারা পুলিশকে খবর দেয়।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, অভিযুক্ত এনসান গেদুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।