‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌকি আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়, কলাপাড়া সিনিয়র সহকারী জজ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: তাছলিমা বেগম, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ, মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন সহ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবী, জনপ্রতিনিধি, জিও, এনজিও কর্মকর্তা সহ আদালতের কর্মকর্তা, কর্মচারীরা।
পরে চৌকি আদালত হলরুমে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদালতের বেঞ্চ সহকারী মোঃ কাইউমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ আনোয়ার হোসেন, চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুছ ছালাম মিয়া প্রমূখ।