পটুয়াখালীর কলাপাড়ায় ইউএনও’র শিক্ষা উপকরণ উপহার পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক স্তরের শত শত শিশু শিক্ষার্থীরা। ইউএনও’র এমন ব্যতিক্রমী শিক্ষা বান্ধব পদক্ষেপে তাকে সাধুবাদ জানিয়েছেন কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক সহ সচেতন নাগরিকরা।
সূত্র জানায়, প্রচন্ড তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মঙ্গলবার রহমতপুর কেজিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩২ শিশু শিক্ষার্থীদের মাঝে সুদৃশ্য পানির পাত্র বিতরণ করেন কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা উদ্দিন সহ সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে অ্যালফাবেট কিন্ডারগার্টেন স্কুলের ১০০ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন ইউএনও। এ সময় কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তফা জামান সুজন সহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন বলেন, ‘স্যার কলাপাড়ায় যোগদানের পর থেকে কলাপাড়ার শিক্ষা, সংস্কৃতিকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন। এছাড়া কলাপাড়া কে একটি নাগরিক বান্ধব, উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সার্বক্ষণিক কাজ করছেন।’
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ‘আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে। তাই উপজেলা পরিষদের অর্থায়নে শিশু শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করতে তাদের মাঝে স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল শিশু শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্সও বিতরণ করা হবে।’