শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় আপন নিউজ বিডি ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

সাংবাদিক ইভান মাতুব্বর ও রাসেল মোল্লার সঞ্চালনায় এবং আপন নিউজ বিডি ডটকম এর প্রকাশক ও সম্পাদক মো. আলমগীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাবেক সম্পাদক কাজী সাঈদ প্রমূখ।

এসময় বক্তারা আপন নিউজ বিডি ডটকম এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এবং এলাকার স্বার্থে ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানান। এছাড়া অপরাধ নির্মূলে সত্য তথ্য তুলে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার কথা বলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও অংশগ্রহণকারী অতিথিদের মাঝে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ