শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লিটনের মোটর সাইকেল শো-ডাউন

পটুয়াখালী-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল ইসলাম লিটন রোববার বিকেল সাড়ে ৪টায় শহরে মোটরসাইকেল শো-ডাউন করেছেন। কলাপাড়া পৌর শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শো-ডাউনটি শহরের কুমারপট্রি এলাকার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আবদুল্লাহ আল ইসলাম লিটন এর আগে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তার বাবা মরহুম মো. আনোয়ার-উল-ইসলাম কলাপাড়া-রাঙ্গাবালী আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আবদুল্লাহ আল ইসলাম ইতিমধ্যে কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটায় গণসংযোগ করছেন। তিনি গণসংযোগ ককলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিতরণ করে আওয়ামী লীগকে পূনরায় বিজয়ী করতে জনসাধারণের কাছে আহবান জানান।

আবদুল্লাহ আল ইসলাম লিটন বলেন, ‘জামাত-বিএনপির কারণে আজ দেশ বিশ্ববাসীর কাছে হেয়প্রতিপন্ন হচ্ছে। তবে এতটুকু বলতে পারি, তাঁদের কোনো ষড়যন্ত্রই সফল হবেনা। আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো।’

তিনি আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পেলে সৎ মনোভাব নিয়ে কাজ করবো। আমার প্রতিটি কাজের জন্য এ এলাকার মানুষ গর্বিত হতে পারবে। আগামী নির্বাচনেও শেখ হাসিনা পূনরায় বিজয়ী হয়ে আবারও বাংলাদেশকে নেতৃত্ব দিবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ