মঙ্গলবার, ৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, অভিযুক্ত ব্যবসায়ীকে দন্ড

পটুয়াখালীর কলাপাড়ায় সরকার নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত মূল্যে এল,পি গ্যাস বিক্রি এবং রং মিশ্রিত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরীর অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে পৌর শহরের সদর রোড এবং নতুন বাজার এলাকার ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।

এদের মধ্যে বিসমিল্লাহ ট্রেডার্স গ্যাসের দোকানে ২৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ্‌ বেকারীতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোয়াইব মিয়া। এ সময় তাঁর সহযোগী হিসেবে কলাপাড়া উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ