রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কমে আসছে জিনিসপত্রের দাম: অর্থমন্ত্রী

ফাইল ফটো।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে। আগামীতে দাম আরও কমবে। এখন দেশের মানুষ ভালো আছে।

রোববার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান।

অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি, ভালো আছে।

তিনি বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।

এসময় দ্রব্যমূল্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম দ্রুত কমে যাবে।

নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা বলেন, ‌‘অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজকে আমি প্রথম আসলাম। অর্থ মন্ত্রণালয় কাজ করার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু জানার আছে। অর্থমন্ত্রীর নির্দেশনা, তার অভিজ্ঞতা-অনেক কিছু শেখাবেন।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ