সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ওয়াশিংটনেও বাংলাদেশ প্রসঙ্গে সরব রাহুল গান্ধী

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে চান ভারতের বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

সংবাদ সম্মেলনে কথা বলছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃৃহীত

চারদিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন রাহুল গান্ধী। সেখানে তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাহুল বলেন,
বাংলাদেশের উগ্রপন্থি উপাদান নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। আমরাও (কংগ্রেস) তা নিয়ে উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, তবে আমি নিশ্চিত যে, বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরের অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হবো।

বিরোধীদলীয় এ নেতা আরও বলেন, আমরা এটা বাংলাদেশের কাছে উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে, আর আমরা এটা বন্ধ করতে চাই। এটিকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমাদের সরকারের দায়িত্ব সহিংসতা বন্ধের জন্য চাপ দেয়া।’

এর আগে, রাহুল গান্ধী ওয়াশিংটনে একদল আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশ ইস্যু নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে গত ৮ আগস্ট দুপুরে ফ্রান্স থেকে দেশে ফেরেন তিনি। সেদিনই রাত সোয়া ৯টার দিকে ড. ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ