বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওয়াদা করেন, নৌকায় ভোট দেবেন : প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে হাজারো নেতাকর্মীর কাছ থেকে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার ‘ওয়াদা’ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জনগণকে চাহিদার চেয়ে বেশি দেবেন বলে ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে যশোরের আলহাজ শামস-উল-হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘বিগত দিনেও দেশের উন্নয়ন করেছি, আপনারা সুযোগ দিলে আগামী দিনেও উন্নয়ন করব। কাজেই ওয়াদা দেন, আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন কি না, জানতে চাইলে উপস্থিত হাজার হাজার জনতা হাত নেড়ে আওয়ামী লীগকে ভোট দেওয়ার ওয়াদা করেন।

যশোর শহরের শামস-উল-হুদা স্টেডিয়াম সংস্কার করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এ জন্য যা যা দরকার আমাদের সরকার কাজ করবে। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। একই সঙ্গে আপনাদের কাছে ওয়াদা চাই, আপনারা আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। আপনারা যা চাইবেন, আমি তার চেয়ে বেশি দেব।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ